Rose Good Luck ফাগুন Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৭:৪৮ সকাল

ফাগুন

Star Star Star

শিমুলে আগুন জ্বেলে এলো ফাগুন

ফুলে ফুলে মৌমাছির মৃদু গুনগুন।

কোকিলের কুহু রবে ভরিল বাতাস

নীল রঙা শাড়ী পরে সাজিল আকাশ।

আমের শাখেতে এলো নতুন মুকুল

শুকালো নদীর জল শীর্ণ দুকুল।

সবুজের সজীবতা প্রতি শাখে শাখে

বনে বনে পাখীকুল উঠিল ডেকে।

দিকে দিকে বসন্তের পড়ে গেল সাড়া

আনন্দ গুঞ্জনে জেগে গেল পাড়া।

দক্ষিণ দিক থেকে বহে সমীরণ

ফাগুনের শীতল হাওয়া জুড়ায় পরান।

বকুলের গন্ধেতে মৌ মৌ বন

ফাগুন খুশীতে ভরে সকলের মন।

চৈত্রের চাঁদিমার রুপালী আলো

ফাগুন বসন্ত তোমায় বেসেছি ভালো।।

শিমুলে আগুন জ্বেলে এলো ফাগুন

ফুলে ফুলে মৌমাছির মৃদু গুনগুন।

কোকিলের কুহু রবে ভরিল বাতাস

নীল রঙা শাড়ী পরে সাজিল আকাশ।

আমের শাখেতে এলো নতুন মুকুল

শুকালো নদীর জল শীর্ণ দুকুল।

সবুজের সজীবতা প্রতি শাখে শাখে

বনে বনে পাখীকুল উঠিল ডেকে।

দিকে দিকে বসন্তের পড়ে গেল সাড়া

আনন্দ গুঞ্জনে জেগে গেল পাড়া।

দক্ষিণ দিক থেকে বহে সমীরণ

ফাগুনের শীতল হাওয়া জুড়ায় পরান।

বকুলের গন্ধেতে মৌ মৌ বন

ফাগুন খুশীতে ভরে সকলের মন।

চৈত্রের চাঁদিমার রুপালী আলো

ফাগুন বসন্ত তোমায় বেসেছি ভালো।।

বিষয়: সাহিত্য

৮৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303349
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
245381
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File